নারায়ণগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫–২৬ এর অংশ হিসেবে বালক অনুর্ধ্ব–১৬ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আ. ই. টি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল (ভূমি) এর সহকারী কমিশনার দেবরানি কর। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন,
“খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, মানুষকে মাদকাসক্তি থেকে দূরে রাখে। তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাবে। জয়-পরাজয় খেলাধুলার অংশ—এগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে উৎসাহিত করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা মমতাজ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নাজমুন্নাহার খানম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার (অ. দা.) ফারজানা আক্তার সাথী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আ. ই. টি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংগঠক আরিফ মিহির।
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলগুলো প্রাণবন্ত খেলা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। খেলায় বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।