সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গ ফ্রিজ অকেজো, স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের দুটি ফ্রিজ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে মরদেহ সংরক্ষণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আপনার বিজ্ঞাপন হোক সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু 01612346119

হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, মর্গে দুটি ফ্রিজে একসঙ্গে সর্বোচ্চ ১৬টি মরদেহ রাখা যেত—একটিতে ১২টি, অন্যটিতে ৪টি। বর্তমানে একটি ফ্রিজ সম্পূর্ণ অচল, আর অন্যটিতে কেবল দুটি মরদেহ রাখা সম্ভব। এর ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ফরেনসিক বিশ্লেষণেও জটিলতার সম্ভাবনা রয়েছে।

ময়নাতদন্ত কক্ষের ফ্রিজও কয়েক মাস ধরে বিকল। ফলে প্রতিদিন আসা মরদেহগুলো দ্রুত পচে যাচ্ছে এবং দুর্গন্ধ হাসপাতালের আশপাশে ছড়িয়ে পড়ছে। মর্গের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফ্রিজগুলোর গ্যাস লিক ও যান্ত্রিক ত্রুটি অনেক দিন ধরে রয়েছে। মাঝে মাঝে টেকনিশিয়ান দিয়ে চালু করা হলেও কিছুদিন পরই পুনরায় বন্ধ হয়ে যায়। এখন অনেক মরদেহ ট্রলিতে রাখতে হয়।

হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মরদেহের জন্য ফ্রিজ ব্যবহার করা হয়। বাইরের রোগীদের ক্ষেত্রে সিটি করপোরেশন ও ডায়াবেটিস হাসপাতালের ফ্রিজ ব্যবহৃত হয়। ফ্রিজ কেনার চাহিদা ৬ মাস আগে জানানো হলেও প্রক্রিয়ার কারণে আরও এক বছর সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *