
নিজস্ব প্রতিবেদক
বছরের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের সি-গ্রুপের ম্যাচে বাংলাদেশ ১–০ গোলে ভারতকে পরাজিত করে। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি আসে শেখ মোরসালিনের পা থেকে।
খেলার শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ছন্দে ছিল। ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোরসালিন। ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রথমার্ধের বাকি সময়টায় দুই দলই সুযোগ তৈরি করে, তবে গোলের দেখা আর কেউ পায়নি।
২০ মিনিটে ভারতের একটি আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মার ভুলে গোলের আশঙ্কা তৈরি হলেও হামজা চৌধুরীর উপস্থিত বুদ্ধি দলকে রক্ষা করে। খালি পোস্টের সামনে থেকে তিনি মাথা দিয়ে বল সরিয়ে দেন। ৩৬ মিনিটে তপু বর্মন ও বিক্রম প্রতাপের সংঘর্ষে মাঠে কিছুটা উত্তেজনা তৈরি হয়, রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। বিরতির আগে হামজার শক্তিশালী শট লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধে ভারত ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। পরিবর্তন এনে আক্রমণ বাড়ানোর চেষ্টা করে খালিদ জামালের দল, কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়। ৬০ মিনিটে সামাদ ও ব্রাইসন মাঠে নামার পর ভারতের একটি সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ব্রাইসনের হেড অল্পের জন্য বাইরে যায়।
৭৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ইমন বিপজ্জনক শট নেন। ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু দক্ষতার সঙ্গে তা ফিরিয়ে দেন। শেষের ছয় মিনিট যোগ হওয়া ইনজুরি টাইমে ভারতের প্রচণ্ড চাপ সামলেও বাংলাদেশ আর ভুল করেনি। আগের কিছু ম্যাচে এই পর্যায়ে গোল হজমের অভিজ্ঞতা থাকলেও এবার দল শেষ মুহূর্ত পর্যন্ত দৃঢ়ভাবে লড়াই ধরে রাখে।
মার্চে কলকাতায় প্রথম লেগে দুই দল গোলশূন্য ড্র করেছিল। আজকের ম্যাচে একাদশে ফিরেছেন শমিত সোম ও শেখ মোরসালিন। তবে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া এবার বেঞ্চে ছিলেন। স্টেডিয়ামে উপস্থিত প্রায় ২২ হাজার দর্শকের সামনে বাংলাদেশ দারুণ এক জয় উপহার দেয়।
পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্র নিয়ে বাংলাদেশ ৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করলো। ভারত কোনো জয় ছাড়া তলানিতে থেকে বাছাইপর্ব শেষ করেছে।
বাংলাদেশ একাদশ: মিতুল মার্মা, তপু বর্মন, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম।

m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/