নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানস্থলে দেখা হওয়ার পর দুজনই একে অপরের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং দেশের সামগ্রিক পরিস্থিতি ও ব্যক্তিগত খোঁজখবর নিয়ে সংক্ষিপ্ত আলাপ করেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর চিকিৎসা ও যত্নের বিষয়ে আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তাঁর আন্তরিকতার প্রশংসা করেন। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের স্বাস্থ্যের খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানান। পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের পরিবেশে দুজন নেতার এই সংক্ষিপ্ত আলাপ উপস্থিতদের কাছেও একটি ইতিবাচক বার্তা হিসেবে প্রতিভাত হয়।
এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন। তিনি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানের পরিবেশে সৌজন্যতামূলক কথোপকথনে অংশ নেন। পুরো সৌজন্য বিনিময়টি ছিল শান্ত, সৌহার্দ্যপূর্ণ এবং রাষ্ট্রীয় মর্যাদার পরিপন্থী নয় এমন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন।
সংক্ষিপ্ত এই সাক্ষাতে ব্যক্তিগত সুস্থতা, শুভকামনা ও পারস্পরিক সম্মানই আলোচনার মূল বিষয় ছিল। কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যেও দেশের শীর্ষ দুই নেতার এ ধরনের সৌজন্যমূলক আচরণকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। এটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার অংশ নয়, বরং দেশের সার্বিক রাজনৈতিক পরিবেশে সহনশীলতা ও মানবিকতার একটি স্মরণীয় দৃশ্য হিসেবেও বিবেচিত হতে পারে।

01612346119