বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধে তিনদিন জনপ্রবেশ নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনকে ঘিরে তিন দিনের জন্য জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মূল অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ এলাকা বন্ধ থাকবে। একই সঙ্গে বিজয় দিবসের মূল কর্মসূচির দিন, ১৬ ডিসেম্বর সকালেও পুষ্পস্তবক অর্পণের সময় নির্দিষ্ট সময় পর্যন্ত প্রবেশ নিয়ন্ত্রণে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস-২০২৫ উপলক্ষে রাষ্ট্রীয় পর্যায়ের কর্মসূচি যথাযথভাবে আয়োজনের প্রস্তুতিতে স্মৃতিসৌধ এলাকায় কোনো ধরণের ভিড় বা অপ্রয়োজনীয় উপস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য তিন দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এসব কারণে দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ এলাকায় না যেতে।

১৬ ডিসেম্বর সকালে ভিভিআইপি, ভিআইপি এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরুর আগে এবং চলাকালীন সকাল সাড়ে আটটা পর্যন্ত স্মৃতিসৌধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তা ব্যবস্থার কারণে এই সময়টিতে স্মৃতিসৌধের ভেতরে ও আশপাশে সব ধরনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন বাহিনীর সদস্য, কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রীয় অতিথিরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এছাড়া দিবস উদযাপনের পরিবেশ সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাখতে ঢাকার গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত প্রধান সড়কে কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সামগ্রী লাগানো হলে তা সরিয়ে ফেলা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় বিশেষ নজরদারি চালাবে।

বিজ্ঞপ্তিতে সবাইকে অনুরোধ করা হয়েছে নির্ধারিত নির্দেশনা মেনে চলতে এবং বিজয় দিবস উদযাপনের জাতীয় অনুষ্ঠানে সরকারি ব্যবস্থাপনা ও নিরাপত্তার কাজে সহযোগিতা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *