নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার তাঁকে দেখতে যান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। চিকিৎসকদের সঙ্গে কথা বলা এবং চলমান চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পর্যালোচনার পর তিনি হাদির সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সফরের পর রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা ও অবস্থার বিস্তারিত তথ্য জানান।
ফোনালাপে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি জানান, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল সার্বক্ষণিকভাবে হাদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ড. ভিভিয়ান আরও বলেন, সিঙ্গাপুর সরকার মানবিক বিবেচনায় চিকিৎসা সহায়তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ সময় হাদির চিকিৎসায় সহযোগিতার জন্য সিঙ্গাপুর সরকার ও সংশ্লিষ্ট চিকিৎসক দলকে ধন্যবাদ জানান এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট রাখার অনুরোধ করেন।
তিনি হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখভাগে সক্রিয় ভূমিকার কারণে শরিফ ওসমান হাদি একটি পরিচিত মুখ হয়ে ওঠেন এবং তাঁর শারীরিক অবস্থার খবরে দেশ-বিদেশে উদ্বেগ তৈরি হয়েছে।

01612346119