
তাহের তারেক
ঢাকার সাভারে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেনের নিজ বাসভবনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন এবং তার সুস্থ জীবনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন। ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বেগম জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের প্রতি তার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি আরো বলেন বিরুলিয়া ইউনিয়ন কোন সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, ও মাদক ব্যবসায়ী থাকবেনা। সবাই আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন আমি আপনাদের কথা জাতীয় সংসদে বলবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমির শিরালি, সভাপতি বিরুলিয়া ইউনিয়ন বিএনপি,মোঃ আনোয়ার হোসেন সাবেক সদস্য সচিব বিরুলিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ আরিফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ,মোঃ মনিরুল হক চেয়ারম্যান গ্ৰারাম আদালত বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ও সাবেক সদস্য সচিব বিরুলিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ তাজুল ইসলাম ইউপি সদস্য বিরুলিয়া ইউনিয়ন পরিষদ , মোঃ শাহজাহান ইউপি সদস্য বিরুলিয়া ইউনিয়ন পরিষদ, ও আলমগীর সহ ,তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক এবং তার সুস্থতা দলের সকল নেতাকর্মী ও দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলে সাভার থানা এবং বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সকলের কণ্ঠে ছিল বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনার আকুতি। মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সকল অসুস্থ মানুষের আরোগ্য কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের আয়োজক মোঃ আনোয়ার হোসেন সকলকে ধন্যবাদ জানান এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির সেবায় আবারও আত্মনিয়োগ করতে পারবেন। এই দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার প্রতি তৃণমূল নেতাকর্মীদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন ঘটিয়েছে।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/