শুটিং সেটে আহত জিৎ

বিনোদন ডেস্ক

ওপার বাংলার অভিনেতা জিৎ নতুন সিনেমার শুটিং করতে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির সেটে  শুটিং করার সময় আহত হয়েছেন তিনি। বর্তমানে সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ করার সময় অনাকাক্সিক্ষত এই দুর্ঘটনা ঘটে।

এই পুরো সপ্তাহ জুড়ে শুটিংয়ের শিডিউল ছিল। তবে জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ পিছিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিনেতা ঠিক কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও পরিচালক পথিকৃৎ বসু আপাতত শুটিং শুরুর কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি।

ছবিটিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’-র ভূমিকায়। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার এবং এতে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলো উঠে আসবে। ১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম এই নায়ক তার জীবনের শেষ পর্যায়ে নকশালপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এমনকি সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। ইতিহাসের এই বর্ণাঢ্য এবং বিতর্কিত চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়েই বিপাকে পড়লেন ওপার বাংলার এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *