
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে আগামীকাল থেকেই দেশের প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। ভোটারদের, বিশেষ করে তরুণ ও প্রথমবার ভোটদানকারী নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে আরও কার্যকর প্রচার কার্যক্রম জোরদার করার ওপর তিনি গুরুত্ব দেন।
বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলা তথ্য অফিসসমূহের প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন তথ্য সচিব। জুম প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। সভায় দেশের মাঠপর্যায়ের ৬৮টি জেলা তথ্য অফিসের প্রধানগণ অংশগ্রহণ করেন।
তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে ‘ভোটালাপ’ কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা তথ্য অফিসগুলোর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। ভোটারদের কাছে সহজ ও প্রাঞ্জল ভাষায় গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরতে হবে, যাতে তারা সচেতনভাবে অংশ নিতে আগ্রহী হয়।
তিনি আরও বলেন, এবারের গণভোটকে সত্যিকার অর্থে ইউনিক ও অর্থবহ করতে হলে সব শ্রেণি-পেশার ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ দায়িত্ব পালন করতে হবে তথ্য অফিসসমূহকে। ভোটারদের জানাতে হবে ভোট প্রদান কেবল অধিকার নয়, বরং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা, স্থানীয় সংস্কৃতি ও জনগণের জীবনঘনিষ্ঠ কনটেন্ট ব্যবহার করার নির্দেশনাও দেন তিনি। এতে করে সাধারণ মানুষ গণভোটের গুরুত্ব সহজে অনুধাবন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্য সচিব।
সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ ভোটারদের উৎসাহ দেওয়া এবং নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, গণভোট উপলক্ষ্যে ইতোমধ্যে ১০টি সংগীত রচনা করা হয়েছে, যেগুলোর সুরারোপ ও রেকর্ডিং কার্যক্রম চলমান। শিগগিরই এসব সংগীত মাঠপর্যায়ে পরিবেশনের মাধ্যমে গণভোটে জনসম্পৃক্ততা আরও বাড়ানো হবে।
এছাড়া নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্ট নিয়মিতভাবে মাঠপর্যায়ে প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।
তথ্য সচিব তার বক্তব্যে গণভোট ও নির্বাচনী আচরণবিধি বিষয়ে ভোটার সচেতনতা বাড়াতে ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ কর্মসূচির আওতায় গ্রামের ছোট বাজার ও জনসমাগমস্থলে দাঁড়িয়ে জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের ১০ মিনিট করে নির্বাচনী করণীয় ও বর্জনীয় বিষয়ে ব্রিফ প্রদান এবং লিফলেট বিতরণের নির্দেশনা দেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক ওমর ফারুক দেওয়ান, রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মোফাখ খারুল ইকবাল, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন এবং পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/