
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটের সময় সাত দিনের জন্য আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল গঠন করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, অপতথ্যের প্রভাব ও বিস্তার রোধে প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন বিভিন্ন বাহিনী ও সংস্থা নির্বাচন কমিশনকে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিশেষ পরিপত্রে।
পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক আইন-শৃঙ্খলার পরিবেশ স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখা অত্যন্ত জরুরি। সব রাজনৈতিক দল ও প্রার্থীরা যেন নির্বিঘ্নে নিয়ম অনুসারে কার্যক্রম পরিচালনা করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভোটাররা যেন নিরাপদ ও স্বস্তিতে ভোট প্রদান করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে হবে।
ভোটকেন্দ্র, নিয়ন্ত্রণকেন্দ্র ও সংশ্লিষ্ট অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী সামগ্রী ও ব্যালট (পোস্টাল ব্যালটসহ) পরিবহন ও সংরক্ষণ নিরাপদ রাখতে হবে। গুজব ও অপতথ্যের বিস্তার রোধ এবং এর প্রভাব নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতি, ধর্ম, লিঙ্গ ও গোত্র নির্বিশেষে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পঙ্গু, আহত, বয়স্ক, অসুস্থ ও সন্তানসম্ভবা ভোটারদের জন্য সহনীয় পরিবেশ তৈরি করতে হবে।
মনিটরিং সেল গঠন করা হবে নির্বাচন কমিশন, মন্ত্রণালয়, বিভাগ, বিটিআরসি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে। প্রাথমিকভাবে সেলটি সীমিত আকারে গঠিত হবে এবং ভোটের সময় সাত দিন পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করবে।
তফসিল ঘোষণার দিন থেকে ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত সেল কার্যকর থাকবে। নির্বাচনকালীন মোতায়েনের জন্য সকল বাহিনী ভোটের সময় পাঁচ দিন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ছয় দিন মোতায়েন থাকবে। মোতায়েনের ধরন হবে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট, মোবাইল টহল, স্ট্রাইকিং ও সংরক্ষিত ফোর্স।
সংশ্লিষ্ট কমিশন, মন্ত্রণালয় ও সংস্থা থেকে একজন করে ফোকাল পয়েন্ট নির্বাচন কমিশনের সমন্বয় সেলের সঙ্গে সমন্বয় করবেন। অপতথ্য রোধে প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন সংস্থাগুলো তথ্য ও প্রযুক্তি সহায়তা প্রদান করবে।

m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/