
চুমকি আক্তার
প্রবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছালে ফেনী সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও শর্শদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক ইকবাল (মনি)-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
সৌদি আরবস্থ ফেনী সদর উপজেলার ১নং শর্শদি ইউনিয়ন বিএনপি ও যুবদলের প্রবাসী নেতাকর্মীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল মির্জা, মোহাম্মদ ফেরদৌস পাপ্পু, যুবদল কর্মী ফকির মোহাম্মদ মানিক, মোঃ রিফনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দলীয় ঐক্য সুসংহত রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে তারেক ইকবাল (মনি)-এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দল ও নেতাকর্মীদের প্রতি তার আন্তরিকতা এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রবাসী রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে দেশ ও দলের স্বার্থে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, দলীয় সংহতি ও ঐক্য আরও সুদৃঢ় হয়।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/