নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৫৮টি আপিল মঞ্জুর করেছে। এ ছাড়া সাতটি আপিল নামঞ্জুর বা বাতিল এবং ছয়টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়েছে। ইসি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১১ জানুয়ারি) আপিল শুনানি শুরু হয় সকাল ১০টায় এবং বিকেল ৫টা পর্যন্ত চলেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন এই শুনানি গ্রহণ করে।
এছাড়া, শনিবার (১০ জানুয়ারি) মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদন মঞ্জুর করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছেন, এই শুনানির প্রক্রিয়া আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এবং প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
গত শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর করা হয়েছিল, ১৫টি নামঞ্জুর এবং ৩টি মুলতবি রাখা হয়। নির্বাচন কমিশন জানিয়েছেন, প্রতিটি আপিলের শুনানি শেষে ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে পাঠানো হবে। রায়ের অনুলিপি শিডিউল অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে বিতরণ করা হবে।
এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ৪ জানুয়ারি পর্যন্ত বাছাইয়ের শেষ দিনে ৩০০ নির্বাচনী এলাকার মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল করা হয়।

01612346119