চেয়ারম্যানের মুক্তির দাবিতে রোজা রাখছেন পালংখালীর বহু মানুষ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তিনবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরীর মুক্তির দাবিতে রোজা রেখেছেন ইউনিয়নের শত শত নারী-পুরুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সততা, সাহসিকতা ও নেতৃত্বগুণে জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে একটি ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় জড়িয়ে কারাবন্দি করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে পালংখালীর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রোজা রাখা শুরু করেছেন এবং তারা চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। স্থানীয় মসজিদ ও গণজমায়েতে গফুর উদ্দিন চৌধুরীর মুক্তির জন্য দোয়া মাহফিলও অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে পালংখালীর এক প্রবীণ মুরব্বি বলেন, “গফুর সাহেব সবসময় গরিব-দুঃখীর পাশে থেকেছেন। তাঁর মতো সৎ ও নির্লোভ জনপ্রতিনিধিকে জেলখানায় রাখা মানে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি—তিনি যেন খুব দ্রুত মুক্তি পান।”উল্লেখ্য, গফুর উদ্দিন চৌধুরী আওয়ামী লীগের সময়ে ও মামলা হামলার শিকার হয়েছেন এখনো হচ্ছেন। অতীতে তিনি জুলুম, নির্যাতন ও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েও জনগণের আস্থা হারাননি।

এলাকার সাধারণ মানুষ মনে করছেন, তাঁর মুক্তি না পাওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে রোজা পালন ও আন্দোলন চালিয়ে যাবেন। তারা আরও জানান গফুর উদ্দিন চেয়ারম্যান কে জেল জুলুম নির্যাতনের কারণে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হচ্ছে। এমন নোংরা রাজনীতি পরিহার করুন পালংখালী ইউনিয়ন এর মানুষ গফুর উদ্দিন চৌধুরীর জন্য জীবন দিতে রাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি