দীর্ঘ ৯ বছর পর ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ জুলাই বিকেলে ঘড়িষার ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন। এসময় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে প্রদান করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক - শফিকুল ইসলাম শান্ত।
মিছিলটি ঘড়িষার ইউনিয়নের বাংলা বাজার থেকে শুরু করে সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও অনান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “এই কমিটি ঘড়িষায় বিএনপির আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে নতুন গতি দেবে।”নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব মিছিলপূর্ব বক্তব্যে বলেন, “আমরা তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে স্বেচ্ছায় গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করব।”
এসময় বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ নিক্সন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, উপজেল যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সী সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর রাড়ী, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাঝি, সহ-সভাপতি সেকান্দর ঢালী, সাধারণ সম্পাদক হেলাল মাস্টার, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহবায়ক বোরহান কবির, সদস্য সচিব জীবন মোল্লা এবং যুগ্ম আহ্বায়ক কামরান বেপারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় চারপাশ ছিল স্লোগানে মুখরিত, আর নেতাকর্মীদের মুখে ছিল বিজয়ের উচ্ছ্বাস।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/