আবারও বাবা হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। ৫ জুলাই ভোরে তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে মেল। সবমিলিয়ে এখন নেইমার চার সন্তানের গর্বিত বাবা।
নেইমারের প্রথম সন্তান দাভি লুকা জন্ম নেয় ২০১১ সালে, তার সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের ঘরে। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে নেইমার ও ব্রুনা বিয়ানকার্দির ঘরে জন্ম নেয় কন্যা সন্তান মাভি।
এরপর ২০২4 সালের জুলাই মাসে আমান্দা কিম্বারলি নামের এক নারীর ঘরে জন্ম নেয় তৃতীয় সন্তান হেলেনা। নয় মাসের ব্যবধানে এবার আবারও ব্রুনা বিয়ানকার্দির ঘর আলো করে এলো চতুর্থ সন্তান মেল।নবজাতকের আগমনে বিয়ানকার্দি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন খুশির অনুভূতি। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন—
“আমাদের মেল এসে গেছে, আমাদের জীবনকে আরও পূর্ণ ও মিষ্টিময় করতে! স্বাগতম, কন্যা! ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদপূর্ণ করুন ও সব অকল্যাণ থেকে রক্ষা করুন! আমরা তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছি। আমরা তোমাকে ভালোবাসি!”
ছবিতে দেখা গেছে—নেইমার ও ব্রুনা তাদের নবজাতক কন্যাকে কোলে নিয়ে আছেন এবং উভয়ের মুখে খুশির ছাপ স্পষ্ট। বর্তমানে নেইমার নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলছেন। ফলে এবার সন্তান ও পরিবারের পাশে থেকে বাবার দায়িত্ব আরও নিবিড়ভাবে পালন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/