
ক্রিড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ বালক দল। টানা তৃতীয় জয় তুলে নিয়ে এবার স্বাগতিক চীনকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল লাল-সবুজের যুবারা।
আজকের ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় বাংলাদেশ দলকে। সাত মিনিটে ইসমাইলের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর বিশাল আহমেদের হিটে ব্যবধান দাঁড়ায় ২-০। প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।

তৃতীয় কোয়ার্টারে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিক চীন। তবে এরপর জনি ইসলাম, ইসমাইল এবং অমিত হাসানের একের পর এক গোলে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে আরও একটি গোল পরিশোধ করে চীন ফের লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও লাভ হয়নি। বাকি সময়টুকু সতর্ক ডিফেন্সিভ খেলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আজ চীনের বিপক্ষে জয় পেয়ে তিন ম্যাচে টানা জয় তুলে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয় সেমিফাইনালে পৌঁছাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন হকি বিশ্লেষকেরা।
blijfn
z9pmup
2xt5x1
47yuky