শান্তর ৭৮ বলে ১৪৩ রান করে বিশ্ব রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক

ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী আবারও আলোচনায়। এবার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে গিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। গতকাল শনিবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭৮ বলে দুর্দান্ত ১৪৩ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন এই ১৪ বছর বয়সী ব্যাটার।

এই ইনিংসের পথে ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী, যা যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম শতক। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর দখলে, যিনি ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। তবে সূর্যবংশী মাত্র ১৪ বছর ১০০ দিন বয়সে এই ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।

সূচিপত্রের আরও একটি জায়গায় নিজের নাম লিখিয়েছেন এই তরুণ। ইনিংসটিতে ১৩টি চার ও ১০টি ছক্কা হাঁকান সূর্যবংশী, যা যুব ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। এই রেকর্ডও ছিল তার নিজের দখলে—আগের ম্যাচেই ৩১ বলে ৮৬ রানের ইনিংস খেলে ৯টি ছক্কা মেরেছিলেন তিনি।

রেকর্ড গড়া ইনিংসের পর সূর্যবংশী বলেন—
“শতক করার পর আমার জানা ছিল না যে আমি রেকর্ড গড়েছি। ম্যাচ শেষে আমাদের ম্যানেজার আঙ্কিত স্যার এসে বললেন আমি ইতিহাস গড়েছি। তবে কোনো বড় উদযাপন করিনি। প্রতিটা ম্যাচের মতোই স্বাভাবিক ছিল আজকের দিনটা। একটু খুশি যে দলের জন্য ভালো কিছু করতে পেরেছি। এখন বাড়িতে কথা বলব, বন্ধুদের সঙ্গে কথা বলব।”

বৈভব সূর্যবংশী প্রথম আলোচনায় আসেন বয়সভিত্তিক ক্রিকেটে পারফরম্যান্সের মাধ্যমে। এরপর সর্বশেষ আইপিএল ২০২৪ আসরে ১৪ বছর বয়সেই সেঞ্চুরি করে নজর কাড়েন ক্রিকেটবিশ্বের। এবার আন্তর্জাতিক যুব ক্রিকেটে এমন কীর্তি তাকে ভবিষ্যতের সুপারস্টারদের কাতারে নিয়ে গেল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

নামযের সময়সূচি