
মোঃ জাকির হোসেন
আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), কোস্টগার্ডের মহাপরিচালক, আনসারের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ভোটের দিন অনেক সময় ইন্টারনেট বন্ধ রাখা হতো। তবে এবারের নির্বাচনে এমনটি না করে ইন্টারনেট সচল রাখার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘‘ভোটের দিন ইন্টারনেট যাতে বন্ধ না করা হয়, বরং সচল থাকে, সে জন্য করণীয় নির্ধারণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।’’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা। তিনি আরও বলেন, ‘‘প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, ডিসেম্বরের মধ্যেই সব ধরনের আইনশৃঙ্খলা প্রস্তুতি চূড়ান্ত করতে হবে, যাতে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়।’’
নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মধ্যে রদবদলের কথাও জানানো হয়। প্রেস সচিব বলেন, ‘‘এই রদবদল র্যান্ডম পদ্ধতিতে করা হবে, যাতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় থাকে।’’ সব ধরনের সংস্কার এবং প্রশাসনিক পুনর্বিন্যাস সম্পন্ন হলে আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।