শাসনগাঁও স্কুলে শিক্ষার্থীদের মাঝে জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

এইচ এম আমজাদ হোসেন মোল্লা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৬ নং শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ। ১০ জুলাই, বুধবার, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় স্কুল সু, ক্রীড়া সামগ্রী, চকলেট এবং গাছের চারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

জানা যায়, শাসনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিসিক শিল্পনগরীর পাশে অবস্থিত, যেখানে অধিকাংশ শিক্ষার্থী স্থানীয় গার্মেন্টস ও শিল্প কারখানার শ্রমজীবী পরিবারের সন্তান। নানা অভাব-অনটনের মধ্যে বেড়ে ওঠা এই শিশুদের অনেকেরই পায়ে পরার মতো জুতা পর্যন্ত ছিল না। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসার পর তিনি নিজ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন সকল শিক্ষার্থীর জন্য জুতা সরবরাহ নিশ্চিত করতে। এরই ফলশ্রুতিতে আয়োজন করা হয় এই বিশেষ বিতরণ অনুষ্ঠানের।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সন্তানদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। সমাজের সুবিধাবঞ্চিত এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের প্রতি দায়িত্ববোধ থেকেই আমাদের এগিয়ে আসা। জেলা প্রশাসন সবসময় এমন মানবিক কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ।”

তিনি শিক্ষার্থীদের হাতে জুতা তুলে দেওয়ার পাশাপাশি ক্রীড়া সামগ্রী ও চকলেট বিতরণ করেন। শিশুরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠে। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি সফেদা গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়নের বার্তা দেন। অনুষ্ঠান ঘিরে পুরো বিদ্যালয় চত্বরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ ও কৃতজ্ঞতা। তারা সবাই জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম
  • সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর, সাদিয়া আক্তার
  • সহকারী কমিশনার (ভূমি), সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল, দেবযানী কর
  • সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল, আসাদুজ্জামান নূর
  • ফতুল্লা (ভূমি) সার্ভেয়ার মোঃ জামাল উদ্দিন
  • উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগম
  • বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষার্থীদের মুখেই হাসি ফোটায় না, বরং সমাজকে এগিয়ে নিয়ে যেতে একটি শক্তিশালী বার্তা দেয়—সবাই মিলে গড়তে পারি মানবিক ও সমান সুযোগে পরিপূর্ণ একটি ভবিষ্যৎ।

4 thoughts on “শাসনগাঁও স্কুলে শিক্ষার্থীদের মাঝে জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি