চান্দিনার গর্ব: আনিসা নুর নাবিলার ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা

এইচ এম এরশাদ

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, আর জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এরই মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন চান্দিনা উপজেলার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আনিসা নুর নাবিলা ১২২৪ নম্বর পেয়ে ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। তার এ কৃতিত্ব স্থানীয়ভাবে দারুণ প্রশংসা কুড়িয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র দেবনাথ বলেন, “নাবিলা আবারও প্রমাণ করেছে যে, কঠোর সাধনা ও অধ্যবসায় মানুষকে শিখরে পৌঁছাতে সাহায্য করে। তার এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতেও সে যেন সফলতা অর্জন করে—এই কামনা রইল।” সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের বলেন, “নাবিলা ভবিষ্যতে দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে—এই বিশ্বাস আমাদের। সে যেন একজন সৎ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলে, এই প্রত্যাশা করছি।”

নাবিলার পিতা মোঃ আজহারুল ইসলাম, যিনি ইসলামী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত, বলেন, “আমার মেয়ের এ অর্জন আমাদের জন্য গর্বের। এর পেছনে রয়েছে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আত্মীয়স্বজনের দোয়া এবং তার নিজের কঠোর পরিশ্রম। বিশেষভাবে বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ।” নাবিলার মা মোসাঃ ফাতেমা বেগম, একজন সহকারী শিক্ষিকা হিসেবে বরকইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এই দম্পতির দুই কন্যা ও এক পুত্র সন্তানের মধ্যে নাবিলা বড়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও স্থানীয় এলাকাবাসী সবাই নাবিলার সাফল্যে গর্বিত।
তাদের ভাষায়—

“নাবিলা আমাদের এলাকার গর্ব। তার এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি