এস,এম,বাদল
কুষ্টিয়া প্রতিনিধি
দেশব্যাপী চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক বিশাল গাড়ি বহর মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার বিকেলে এই মিছিলটি যদুবয়রা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শুরু হয়ে কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কুমারখালী উপজেলা যুবদলের সদস্য ও যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামিম হোসেন।
মিছিলে অংশ নেন যদুবয়রা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। তারা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে দেশ ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নেতাকর্মীরা বলেন, "বর্তমান অবৈধ সরকারের দমন-পীড়ন, নিপীড়ন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে আমরা মাঠে আছি এবং থাকব।"
শামিম হোসেন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “যুবদল-ছাত্রদল শুধু মাঠেই নয়, মানুষের হৃদয়েও আস্থা অর্জন করেছে। এই আন্দোলন জনগণের, তাই কোনো দমন-পীড়নে আমরা দমে যাব না।” মিছিলে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন শতাধিক নেতাকর্মী, যারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করেন।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/