মোঃ জাকির হোসেন
আজ ১৪ জুলাই, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে জাতীয় পার্টি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানিয়েছেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এদিন প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এছাড়া জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং এরশাদের ভাষণ প্রচার করা হবে।
জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহও পৃথকভাবে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। দলীয় নেতাকর্মীরা হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর আদর্শ অনুসরণে উদ্বুদ্ধ হবেন বলে জানিয়েছেন নেতারা।
এই কর্মসূচিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/