
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। এরপর থেকেই শুরু হবে অনলাইন আবেদন।
ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে আগস্টের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বরের শুরুতে। এ বছর থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে এই সাত কলেজে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস আমাদেরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “আমরা পাঠদানের অনুমোদন পেয়েছি। শিক্ষা মন্ত্রণালয় জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুমোদন দিয়েছে। এখন কিছু কারিগরি প্রস্তুতির কাজ চলছে। চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করছি, তবে ২০ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ হবেই।”
তিনি আরও জানান, আবেদন ও ভর্তি পরীক্ষার সুনির্দিষ্ট সময়সূচি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। আবেদন প্রক্রিয়া শেষে দ্রুত ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন করে অক্টোবর থেকে ক্লাস শুরুর লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।

আসন সংখ্যা ও কাঠামো
বর্তমান শিক্ষাবর্ষেও বিদ্যমান কাঠামো অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সেই মোতাবেক অনুমোদন দিয়েছে।
তবে যেসব বিভাগে একেবারেই শিক্ষক নেই, সেখানে ভর্তি সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে। অন্য বিভাগগুলোতে আগের মতোই ভর্তি হবে। শ্রেণিকক্ষের ধারণক্ষমতার ভিত্তিতে ভর্তি নেওয়ার শিক্ষার্থীদের দাবির বিষয়ে অধ্যাপক ইলিয়াস জানান, “এ বছর পুরোপুরি বাস্তবায়ন সম্ভব না হলেও আগামীতে তা বিবেচনায় নেওয়া হবে।”
সেকেন্ড টাইম থাকবে
২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অর্থাৎ সেকেন্ড টাইম প্রার্থীরা এ বছর আবেদন করতে পারবে। প্রশাসক বলেন, “আমরা এখন পর্যন্ত সেকেন্ড টাইম রাখতে চাইছি। তবে আগামী বছর থেকে এটি নাও থাকতে পারে।”
ভর্তি পরীক্ষার পদ্ধতি
এই বছরও সনাতন পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে এবার বুয়েটের কারিগরি সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বুয়েটের একটি টিমের সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে বুয়েট ভর্তির প্রযুক্তিগত অংশটি পরিচালনা করবে।

আসন সংখ্যা (গত বছর অনুযায়ী):
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকাকালে সাত কলেজে মোট আসন সংখ্যা ছিল ২৩,৫২৮টি। এর মধ্যে—
বিজ্ঞান অনুষদ: ৮,৬২৭টি
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ: ১০,০১৯টি
ব্যবসায় শিক্ষা অনুষদ: ৪,৮৯২টি
এ বছর আসন কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রশাসক।
hpku10