নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জেলার সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জসহ বিভিন্ন উপজেলার গ্রামীণ এলাকায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক গ্রামে এখনো ঘরবাড়ি ও সড়কপথ পানির নিচে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে ঘর থেকে বের হতে না পারায় তারা কার্যত গৃহবন্দি অবস্থায় আছেন। হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় ভোগান্তির সীমা ছাড়িয়েছে।
সুপেয় পানির সংকট
টানা বৃষ্টির পানির সঙ্গে পুকুর ও নালার পানি মিশে যাওয়ায় দেখা দিয়েছে সুপেয় পানির মারাত্মক সংকট। অনেক পরিবার পানযোগ্য পানি সংগ্রহ করতে না পারায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। অসুস্থ হওয়ার আশঙ্কায় রয়েছেন বৃদ্ধ, শিশু ও রোগীরা।
কৃষি খাতে বিপর্যয়
জলাবদ্ধতার ফলে আমনের বীজতলা, আউশের জমি এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে গাছের গোড়া পচে যাওয়া, পোকামাকড় ও রোগবালাই ছড়িয়ে পড়ছে। সুবর্ণচরের কৃষক আনোয়ার মিয়া বলেন, “চারদিকে পানি। উঁচু জমি নেই বীজতলা তৈরির জন্য। কেউ কেউ উঁচু জায়গা ভাড়া নিচ্ছে। আমি পুঁজির অভাবে কিছুই করতে পারছি না।” তিনি জানান, ইতিমধ্যেই ফলন্ত সবজির ক্ষেত পানির নিচে। ধারদেনা শোধ নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। কৃষকেরা আশঙ্কা করছেন—দ্রুত পানি না সরলে আউশ ও আমন চাষে লক্ষ্যমাত্রা ব্যাহত হবে।
ক্ষয়ক্ষতির চিত্র
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৭ জুলাই থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জেলার ছয়টি উপজেলার অন্তত ৫৭টি ইউনিয়নে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫২ হাজার মানুষ।
পানিবন্দি রয়েছে: ১৮ হাজার পরিবার
আংশিক ক্ষতিগ্রস্ত: ৫৭টি বসতঘর
সম্পূর্ণ ধসে পড়েছে: সুবর্ণচরের ১টি বসতঘর
মাছ চাষেও বড় ক্ষতি
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “বৃষ্টির কারণে এখন পর্যন্ত ৬ হাজার ২৬০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪০ হাজার মৎস্য খামারির ঘের ভেসে গেছে।”
তিনি আরও জানান, ত্রাণ কার্যক্রম চালু রয়েছে। ইতিমধ্যে বিতরণ করা হয়েছে—
৯৮৪ প্যাকেট শুকনো খাবার, ১৬ মেট্রিক টন চাল, ৬ লাখ টাকা
আরও মজুদ রয়েছে—
১,৮২০ প্যাকেট শুকনো খাবার
৪৮৪ টন চাল
১২ লাখ টাকা
জেলা প্রশাসক জানান, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে দিনরাত পানি নিষ্কাশনের কাজ চলছে। বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
m¤úv`K I cÖKvkK: G †K Gg gvndzRyi ingvb
cÖavb m¤úv`K: †gvt RvwKi
†nv‡mb
†hvMv‡hvM: 198 wm-eøK, iv‡qievM,
K`gZjx, XvKv- 1362|
†gvevBj: 01612346119,B‡gBj: dhaka24news.top@gmail.com
I‡qemvBU: dhaka24news.top, †dmeyK: https://www.facebook.com/DHAKA24NEWS.TOP/