সচিব-উদ্যোক্তা-ও গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

তাহের তারেক

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত উত্তর শ্রীবাড়ি এলাকার বুদ্ধ চন্দ্র সরকারের ছেলে জয় সরকার। প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, জয় সরকার হঠাৎ পরিষদ কার্যালয়ে প্রবেশ করে চেয়ারম্যানের চেয়ারে বসেন। এরপর কিছু সময়ের মধ্যে উত্তেজিত হয়ে পরিষদের সচিব মোঃ গোলাপ খান, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ বাবু লাল সরকারকে মারধর করেন। একপর্যায়ে পরিষদের চেয়ার ভাঙচুর করেন জয়।

স্থানীয়রা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জয়কে পরিষদেই রশি দিয়ে বেঁধে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যরা জয় সরকারের ‘মানসিক ভারসাম্যহীনতা’ ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে আশ্বাস দিয়ে তাকে জিম্মায় নিয়ে যায়। তবে মানসিক ভারসাম্য হারানোর কোনো চিকিৎসাগত সনদ বা প্রমাণ দেখাতে পারেনি পরিবার।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জয় সরকার মাদকাসক্ত এবং পূর্বেও নিজের বাবাকে মাথায় আঘাত করেছিলেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত জয় সরকার বলেন, “আমি শুধু সচিবের নাম জানতে চেয়েছিলাম। চেয়ারে বসার অসম্মানজনক আচরণ করায়, এজন্যই আমাকে বেঁধে রাখা হয়েছে।”

বড়টিয়া ইউনিয়নের সচিব মোঃ গোলাপ খান বলেন, “চেয়ারম্যানের চেয়ারে বসে উত্তেজিত হওয়ার কারন জিজ্ঞেস করে হালকা থাপ্পড় মেরেছি পরে ঘুরে উল্টো জয় সরকার উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে মুখে আঘাত করে বেহুশ করে ফেলে । এরপর উদ্যোক্তা ও গ্রাম পুলিশের উপরও হামলা চালায় ও চেয়ার ভাঙচুর করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি