
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার চটেছেন বেশ। কারণ, একটি দোকানসহ বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট অনুমতি ছাড়াই তাদের বিজ্ঞাপনে ব্যবহার করেছে তার ছবি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন প্রয়াত অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহার মেয়ে।
সম্প্রতি অনলাইনে কেনাকাটা করার সময় নিজেই বিজ্ঞাপনগুলোতে নিজের ছবি দেখতে পান সোনাক্ষী। হঠাৎ এমন দৃশ্য দেখে বিস্মিত হয়ে তিনি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দেন।
সেখানে লিখেছেন—
“আমি প্রায়ই অনলাইনে শপিং করি। এভাবেই আমার চোখে পড়ে এই ঘটনা। কোনো অনুমতি ছাড়া কারও ছবি ব্যবহার করা কীভাবে সম্ভব? এটা অন্তত সৌজন্যের ব্যাপার, আর তা বজায় রাখা উচিত। আমার ছবিও ব্যবহারের আগে অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। ঘটনাটা একেবারেই অগ্রহণযোগ্য।”*
শুধু তাই নয়, সোনাক্ষী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সতর্ক করে দেন। তিনি লেখেন—
“যখন একজন শিল্পী কোনো পোশাক বা গয়না পরেন, তখন যথাযথ কৃতিত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট ব্র্যান্ডকে। অথচ আমার ছবি ব্যবহার করে মানুষ ভুলভাবে ধরে নেবে এগুলো ওই ব্র্যান্ডের প্রোমোশনাল ছবি। আইনি ব্যবস্থা নেওয়ার আগে আমি আপনাদের ওয়েবসাইট থেকে ছবিগুলো সরিয়ে নিতে বলছি। নাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।”*
ঘটনাটি প্রকাশ্যে আসতেই ভক্তরা সোনাক্ষীর পাশে দাঁড়িয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, অনুমতি ছাড়া কোনো শিল্পীর ছবি ব্যবহার শুধু আইন বিরোধী নয়, বরং নৈতিকভাবেও ভুল।
https://shorturl.fm/847ay
https://shorturl.fm/2SP0L
https://shorturl.fm/pz6E1
https://shorturl.fm/Kbc8v
https://shorturl.fm/9wQrj
https://shorturl.fm/CzDVO
https://shorturl.fm/7XAxo
https://shorturl.fm/GHZmF
fvr4c0
https://shorturl.fm/xYsGp
https://shorturl.fm/ABkot
https://shorturl.fm/xH6dc
https://shorturl.fm/YViAr
https://shorturl.fm/BDI3i
https://shorturl.fm/61rGN