
মোঃ গিয়াস উদ্দিন লিটন
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বাজেফে-১৭) কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.কে. খোদা তোতনের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আছর নগরীর জাকির হোসেন হাউজিং এলাকার সালমা ভিলা বাড়ির চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলশী থানা বিএনপির নেতা মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন সাবেক ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক ওমর ফারুক। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: এস কে বারি, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আজাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন এবং খুলশী থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আবদুর রহমান জনি প্রমুখ।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনায়েত উল্লাহ মনির, সৈয়দ আল্ রাব্বি রিকু, মো: কামাল, মো: আদর, কালাম, মিলন, নিলয়, আরিফ, রুবেল, বাকের, রাশেল, তপন, বাবু, দেলোয়ার, ছিদ্দিক, জিয়া, ইউনুস, লিটন, ফোরকান, বাবু সহ খুলশী থানা ও ১৩-নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পাশাপাশি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বাজেফে-১৭) কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপি নেতা এস.কে. খোদা তোতনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ শওকত আকবর।
https://shorturl.fm/SWB1P
https://shorturl.fm/cQEB8
https://shorturl.fm/Sbo3Z
https://shorturl.fm/hPdsB
https://shorturl.fm/51L5W
https://shorturl.fm/Q5wMP
https://shorturl.fm/OdJu9
https://shorturl.fm/hzFrg
https://shorturl.fm/6Wzfw
https://shorturl.fm/GX3yv
https://shorturl.fm/jrSN1
https://shorturl.fm/LXJAU
https://shorturl.fm/MPmPi
https://shorturl.fm/WMHNC
r26w5u
https://shorturl.fm/GC3SM
https://shorturl.fm/cy5Hk
https://shorturl.fm/ypbxs
8tex1u