চট্টগ্রামে আব্দুল্লাহ আল-নোমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ গিয়াস উদ্দিন লিটন
ব্যুরো চট্টগ্রাম

চট্টগ্রাম খুলশী এলাকার স্থানীয় ক্লাব আলোড়ন সংঘ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল-নোমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। শুক্রবার বিকাল ৪টায় খুলশী থানাধীন বিজিএমইএ ভবনের পেছনে নিউ ঝাউতলা রেলওয়ে কলোনি মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন ঘোষণা
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাটদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ সাঈদ আল নোমান তূর্য। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মরহুম আব্দুল্লাহ আল-নোমান ছিলেন শিক্ষানুরাগী ও মানবপ্রেমী। তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন।

আমি তাঁর আদর্শ ধারণ করে জনগণের পাশে থাকতে চাই। খেলার মাঠকে সক্রিয় করতে পারলে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশে বলেন, “এই আয়োজন শুধু খেলাধুলার জন্য নয়, বরং মাদকমুক্ত সমাজ গঠনে অনুপ্রেরণার উৎস।”

অতিথি ও অংশগ্রহণ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস কে খোদা তোতন।
সভাপতিত্ব করেন আলোড়ন সংঘের সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস কে বারি খোকন।
এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, স্থানীয় ক্রীড়াপ্রেমী জনসাধারণ ও বিশিষ্টজনরা মাঠে উপস্থিত ছিলেন।
পরিচালনা ও প্রতিযোগিতার ধরণ
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন সৈয়দ মাহবুব ই খোদা জিতু।
প্রথম পর্বে দলগুলো পয়েন্ট পদ্ধতিতে এবং দ্বিতীয় পর্বে নক-আউট ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে পরিবেশ ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত ও উৎসবমুখর।

আব্দুল্লাহ আল-নোমানকে স্মরণ
উদ্বোধনী খেলায় বক্তারা মরহুম আব্দুল্লাহ আল-নোমানের অবদান স্মরণ করে বলেন, তিনি চট্টগ্রামের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সমাজসেবায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
সারসংক্ষেপ টেবিল

বিষয়বিবরণ
টুর্নামেন্টের নামবীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল-নোমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
আয়োজকআলোড়ন সংঘ, খুলশী, চট্টগ্রাম
উদ্বোধনের তারিখ২৬ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার), বিকাল ৪টা
উদ্বোধকসাঈদ আল নোমান তূর্য, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব
বিশেষ অতিথিএস কে খোদা তোতন
সভাপতিত্ব করেছেনএস কে বারি খোকন
প্রতিযোগিতার ধরণপ্রথম পর্বে পয়েন্ট ভিত্তিক, দ্বিতীয় পর্বে নক-আউট
পরিবেশসুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর

3 thoughts on “চট্টগ্রামে আব্দুল্লাহ আল-নোমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি