মহাঅষ্টমীর সকালে ‘সন্তান’দের সাথে মিষ্টি মুহূতে মিমি চক্রবর্তী

লুচি-ছোলার ডাল, আলুর তরকারি, মিষ্টির সঙ্গে উদরপূর্তি

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন মিমি চক্রবর্তী তাঁর অষ্টমীর বিশেষ সকালের খাবারের মুহূর্ত। উৎসবের দিনটি উদযাপন করলেন নিজের সারমেয় সন্তানদের সঙ্গে।

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বরাবরের মতোই অষ্টমীর সকালে পরিবারের সঙ্গেই ভাগ করে নেন নানা আদুরে মুহূর্ত। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সকালের সাধারণ ভোজনের সঙ্গে সেই মিষ্টি পরিবেশ দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।
গত বছরের মতোই এই বছরেও মিমি তাঁর সারমেয় সন্তানদের সঙ্গে মিষ্টি মুহূর্ত উপভোগ করেছেন। তবে, এবছর সকাল নয়, দুপুর গড়িয়ে বিকেলে প্রকাশিত হয় সেই অষ্টমী সকালের জলখাবারের ছবি।

মিমি তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে জানিয়ে দিয়েছেন, “এটা প্রতি বছরের পেটেন্ট আমাদের।” তাঁর পাতে ছিল সাদা আলুর তরকারি, ছোলার ডাল, লুচি, রসগোল্লা এবং গোলাপজাম—একদম পাকা ঠাকুরবাড়ির মেনু। এদিকে, তাঁর সারমেয় সন্তানদের চোখেমুখে দেখা যায় খাবারের প্রতি আকর্ষণ। তবে মিমি তাদের একটুও চেখে দেখতে দেননি!

এ বছরও অষ্টমীর এই বিশেষ দিনটি তাঁর জন্য হয়ে উঠেছে আরও এক স্মরণীয় উপলক্ষ্য, যেখানে খাবারের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন পরিবার ও সোশ্যাল মিডিয়া অনুসারীদের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি