
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সজিব শেখ (৩০) নামের ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগ্রামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে পৌছলে যাত্রী উঠা-নামার ভিড়ের সময় ছিনতাইকারী চক্রের এক সদস্য মোবাইল ছিনতাই করতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরবর্তীতে উক্ত ছিনতাইকারীকে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনের দায়িত্বে থাকা (আরএনবি) সদস্য ল সরোয়ার হোসেন ও রেলওয়ে পুলিশ মনোয়ার হোসেনের হাতে তুলে দেন।
আটককৃত সজিব শেখ কুষ্টিয়া সদর উপজেলা ,হররা কামার পাড়া গ্রামের মো: জয়নাল শেখের ছেলে। আটককৃত ছিনতাইকারী চক্রের সদস্য সজিব শেখ বলেন, তার সাথে সহযোগী হিসেবে আরও একজন ছিলেন এবং ছিনতাইকৃত মোবাইল নিয়ে সে পালিয়ে গেছে।
https://shorturl.fm/VDJLu
https://shorturl.fm/7Ibi5
https://shorturl.fm/yQ1Ya
https://shorturl.fm/Z00S5
b564rh