
নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ শেষে শনিবার (৪ অক্টোবর) ঢাকায় ফিরছে মানুষ। কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে বিভিন্ন টার্মিনালে। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে ছিল ফিরতি যাত্রীদের ব্যস্ততা। তবে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজট তেমন দেখা যায়নি।
ফিরতি যাত্রীদের ভিড়
শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনাল, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন ও কাকরাইল এলাকায় দেখা গেছে কর্মজীবী মানুষের ফিরতি ভিড়। অনেকেই সকাল সকাল ঢাকায় ফেরায় বিকেলের দিকে যাত্রী চাপ কিছুটা কমে আসে।
রংপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা কিশোর অধিকারী। তিনি বলেন,
“বছরে একবার ঈদ আর পূজায়ই বাড়ি যাওয়া হয়। পূজার সময় আত্মীয়-স্বজন সবাই একত্র হয়, তাই চেষ্টা করি সময়টা পরিবারে কাটাতে। মঙ্গলবার অফিস শেষে বাড়ি গিয়েছিলাম। কাল আবার অফিস করতে হবে, তাই আজই ফিরেছি। যাওয়া-আসায় কোনো ঝামেলা হয়নি, আনন্দময় সময় কেটেছে।”
চাঁদপুর থেকে ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বোরহান উদ্দিন। সায়দাবাদ টার্মিনালে তিনি জানান,
“ঢাকা ফিরতি যাত্রীদের চাপ ঈদের সময়ের মতোই ছিল। আমি দুর্ভোগ এড়াতে সকালে বাসে উঠেছি। আগামীকাল অফিস, তাই একটু আগেই চলে এসেছি।”
সড়কে স্বস্তি, কিছু এলাকায় যানজট
রাজধানীর প্রধান সড়কগুলোতে ছুটির আমেজ এখনো কাটেনি। মালিবাগ, শান্তিনগর, কাকরাইল ও পল্টন এলাকায় গাড়ির চাপ তুলনামূলক কম দেখা গেছে। তবে অটোরিকশার সংখ্যা ছিল স্বাভাবিক দিনের চেয়ে বেশি।
অন্যদিকে, সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় দুপুরের দিকে কিছু সময়ের জন্য তীব্র যানজট সৃষ্টি হয়। সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ জানায়, দক্ষিণাঞ্চল থেকে আগত বাসগুলো একসঙ্গে প্রবেশ করায় সাময়িক জট তৈরি হয়েছিল, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অফিস খোলার প্রস্তুতি
সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে টানা চার দিনের ছুটি শেষ হচ্ছে আজ। দুর্গাপূজার ছুটি ছিল ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার), আর ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি।
আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে পুনরায় খুলবে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে রোববার সকালে রাজধানীতে কর্মজীবীদের স্বাভাবিক ব্যস্ততা ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।
রাজধানী ফিরছে চেনা ছন্দে
দীর্ঘ ছুটি শেষে রাজধানীর দোকানপাট, বিপণিবিতান ও অফিসপাড়ায় ধীরে ধীরে চেনা রূপ ফিরে আসছে। যাত্রাবাড়ী, মতিঝিল, ফার্মগেট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় যানচলাচল ও মানুষের আনাগোনা বেড়েছে। অনেকেই বলেছেন, পূজার ছুটিতে গ্রামে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে প্রস্তুত তারা।
https://shorturl.fm/qP1jI
https://shorturl.fm/4aEcf