এবার ওয়ানডে দলে সাইফ হাসান – ফিরলেন নুরুল হাসান সোহান

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ওয়ানডে দলে যুক্ত হচ্ছেন নতুন মুখ সাইফ হাসান। প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেন এই টপ-অর্ডার ব্যাটার। একই সঙ্গে দুই বছর পর দলে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী অক্টোবরের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
গত শুক্রবার চলমান টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন বিসিবি ঘোষণা দেয় ওয়ানডে দলের। সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে দুটি পরিবর্তন এসেছে-নতুন মুখ সাইফ হাসান আর প্রত্যাবর্তন ঘটেছে নুরুল হাসান সোহানের। বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন, আর ইনজুরির কারণে বাইরে রয়েছেন লিটন কুমার দাস।

লিটন এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন। চলতি টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। গত কয়েক সিরিজ ধরেই তার ওয়ানডে পারফরম্যান্স ভালো যাচ্ছে না-শেষ ১৫ ইনিংসে কোনো অর্ধশতক নেই, এমনকি সাম্প্রতিক আট ইনিংসের চারটিতেই আউট হয়েছেন শূন্য রানে। অন্যদিকে, সাইফ হাসান সম্প্রতি এশিয়া কাপ টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় আসেন। সুপার ফোরে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে করেছেন যথাক্রমে ৬১ ও ৬৯ রান। এর ধারাবাহিকতায়ই এবার তার ওয়ানডে দলে ডাক পাওয়া। ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটেও তিনি নিয়মিত পারফর্মার-১৪৫ ম্যাচে করেছেন ৫ হাজার ২৩৪ রান, গড় ৩৯.৭৭; সেঞ্চুরি ১০টি, অর্ধশতক ৩৪টি। নুরুল হাসান সোহান সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণেই তার পরিসংখ্যান সবচেয়ে উজ্জ্বল-সাত বছরে খেলেছেন সাতটি ম্যাচ, ব্যাটিং গড় ৮২.৫০ এবং স্ট্রাইক রেট ৯৪.৮২।

অন্যদিকে, স্কোয়াডে থাকা কয়েকজন খেলোয়াড় এখনো দলের সঙ্গে যোগ দেননি। ভিসাজটের কারণে মোহাম্মদ নাঈম শেখ এখনো ঢাকায় আছেন। একই কারণে টি-টোয়েন্টি দলে থাকা সৌম্য সরকারও শারজাহে পৌঁছাতে পারেননি। তবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডে স্কোয়াডের বাকিরা শুক্রবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলবে রোববার শারজাহে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আবুধাবিতে-৮, ১১ ও ১৪ অক্টোবর।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

নতুন মুখ: সাইফ হাসান
ফিরেছেন: নুরুল হাসান সোহান
ইনজুরিতে বাইরে: লিটন কুমার দাস
বাদ পড়েছেন: পারভেজ হোসেন ইমন

One thought on “এবার ওয়ানডে দলে সাইফ হাসান – ফিরলেন নুরুল হাসান সোহান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি