নাসিরনগরে নরহা গ্রামে ফেসবুক এক গ্রুপের উদ্যোগে ২০০০ চারা বিতরণ করেন

এম এ ফয়সাল মুর্শেদ
স্টাফ রিপোর্টার

নাসিরনগর উপজেলা হরিপুর ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজ গ্রাম গঠনের লক্ষ্যে “নরহা আমাদের গ্রাম”ফেসবুক গ্রুপের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর নরহা গ্রামে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়ন করা হয়েছে।

২ অক্টোবর থেকে ৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ৮ দিন ব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবক দল বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিপর্যায়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করে। পাশাপাশি উপজেলার হরিপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব ওষুধি, ফলজ ও ফুলের চারা তুলে দেওয়া হয়, যাতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে সবুজ, ছায়াময় ও প্রাণবন্ত।

বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে নিম, অর্জুন ও সোনালু গাছের চারা বিতরণ করা হয়।
ব্যক্তিপর্যায়ে জাম, কাঠাল, জাম্বুরা, অর্জুন, করই, জারুল এবং অন্যান্য প্রজাতির চারা সরবরাহ করা হয়।
এছাড়া গ্রামের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবীরা নিজের হাতে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছ রোপণ করেন।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গাছের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা, ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিমুখী করে তোলা। এই মহৎ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাহিদুল ইসলাম জাহিদ (সৌদি আরব প্রবাসী), বাইজিদ আহমেদ (পর্তুগাল প্রবাসী), মোস্তাক আহমেদ (সৌদি আরব প্রবাসী), তানভীর আহমেদ (মালয়েশিয়া প্রবাসী), মোহাম্মদ আরমান (সৌদি আরব প্রবাসী), ফখরুল ইসলাম (কাতার প্রবাসী), মোহাম্মদ ফারুক (সৌদি আরব প্রবাসী), মোহাম্মদ রাইহান (বাহরাইন প্রবাসী) এবং মো. আরিফুর রহমান পিয়াস।

এছাড়াও,পশ্চিম নরহা যুব কিশোর সংগঠন ও স্থানীয় যুব সমাজ শ্রম ও সহযোগিতার মাধ্যমে কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৃক্ষ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের গাছ রোপণ, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে সচেতন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষকে গাছের সুরক্ষা ও পর্যবেক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আমরা চাই প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণ সবুজে ঢাকা থাকুক। শিক্ষার্থীরা গাছ লাগানোকে ভালোবাসুক,গাছকে নিজের সন্তানের মতো যত্ন করুক। এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ নয়, রোপণ করা হয়েছে ভালোবাসা, সচেতনতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের বীজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি