দশ বছর পর মুখোমুখি বাপ্পী-মাহি, জেগে উঠল পুরোনো রসায়ন

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি দীর্ঘ এক দশক পর আবার মুখোমুখি হলেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন এই জুটি। অভিষেক ছবিতেই দর্শকের নজর কাড়েন তারা। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে কাজ করে ঢালিউডে জায়গা করে নেন সফল জুটি হিসেবে।

তবে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমার পর থেকেই হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা। বন্ধ হয়ে যায় একসঙ্গে কাজ করা তো বটেই, এমনকি দেখা-সাক্ষাৎও। ঠিক দশ বছর পর সেই দূরত্ব ঘুচল যুক্তরাষ্ট্রে। সম্প্রতি চিত্রনায়ক কাজী মারুফের বিবাহবার্ষিকী উপলক্ষে তার বাসায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখোমুখি হন বাপ্পী ও মাহি।

অনেক বছর পর পুরোনো সহশিল্পীকে কাছে পেয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জমে ওঠে আড্ডা, স্মৃতিচারণ এবং খুনসুটিও।
মাহি প্রায় চার মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাপ্পী সেখানে যান গত মাসে।

ফেসবুক লাইভে বাপ্পী বলেন,
“আমি আর মাহি একসঙ্গে সিনেমায় অভিষেক করেছি। ও আমার খুব ভালো বন্ধু। মাঝে মাঝে ফোনে কথা হলেও দেখা হলো এক দশক পর। ওকে দেখে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম।”
অন্যদিকে মাহি বলেন,
“অনেকদিন পর আমাদের দেখা হলো। ক্যারিয়ারের শুরুতে আমরা দারুণ সময় কাটিয়েছি। এত বছর পর বাপ্পিকে দেখে আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আমিও খুব আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম।”
লাইভ চলাকালে এক দর্শক জানতে চান, আবার কবে বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। উত্তরে বাপ্পী বলেন,
“যদি সুযোগ হয়, তাহলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব আমরা।”

লাইভের এক পর্যায়ে বাপ্পী গেয়ে শোনান তাদের প্রথম সিনেমার জনপ্রিয় গান ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’, যেখানে মাহিও গলা মেলান।
বলা চলে, দীর্ঘদিনের দূরত্ব পেরিয়ে ফের এক হলেন বাপ্পী-মাহি। এবার দেখার পালা, এই পুনর্মিলন কি নতুন কোনো চলচ্চিত্রের জন্ম দেয়?

2 thoughts on “দশ বছর পর মুখোমুখি বাপ্পী-মাহি, জেগে উঠল পুরোনো রসায়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি