সড়কে উঠতে বাধা দেওয়ায়, পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

মো: মাহাথির ভূঁইয়া
পূবাইল থানা প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে, টঙ্গী পূর্ব থানার অন্তর্গত মাছিমপুর এলাকার স্টেশন রোডে।

আহত পুলিশ সদস্য মো. সাঈদ (৬০) গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের কনস্টেবল পদে কর্মরত। অভিযুক্ত চালকের নাম মো. মুস্তাকিন (৩৫)। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাফিক কনস্টেবল সাঈদ দায়িত্ব পালনকালে অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে নিষেধ করেন। কিন্তু মুস্তাকিন সেই নির্দেশ অমান্য করে মূল সড়কে প্রবেশের চেষ্টা করলে, কনস্টেবল সাঈদ তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফাটিয়ে দেন। এতে উত্তেজিত হয়ে মুস্তাকিন অটোরিকশা থেকে নেমে কনস্টেবল সাঈদের মাথায় আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযুক্ত অটোরিকশা চালক মুস্তাকিনকে আটক করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

2 thoughts on “সড়কে উঠতে বাধা দেওয়ায়, পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি