প্রমোদতরীতে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

বিনোদন ডেস্ক

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি আবারও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রে। কয়েক মাস আগেই মন্ট্রিয়ালে একান্ত নৈশভোজে তাদের দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন উঠেছিল—রাজনীতি ও সংগীতের দুই তারকার মধ্যে কি কোনো বিশেষ সম্পর্ক গড়ে উঠছে? এবার সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে ক্যালিফোর্নিয়ার উপকূলে তোলা কিছু নতুন ছবি।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, সান্তা বারবারা উপকূলে একটি বিলাসবহুল প্রমোদতরীতে একসঙ্গে সময় কাটাচ্ছেন ট্রুডো ও কেটি পেরি। ছবিতে কেটিকে দেখা যায় কালো রঙের এক টুকরো সাঁতারের পোশাকে, চুল বাঁধা অবস্থায় হাস্যোজ্জ্বল মুখে। অন্যদিকে, ট্রুডো ছিলেন ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, পরনে ছিল কেবল জিন্সের ট্রাউজার। একাধিক ছবিতে দেখা গেছে, তারা একে অপরের খুব কাছাকাছি অবস্থায় সময় কাটাচ্ছেন, এমনকি চুম্বনরতও হয়েছেন বলে দাবি করেছে ডেইলি মেইল

এক প্রত্যক্ষদর্শীর বরাতে পত্রিকাটি জানিয়েছে, ট্রুডো ও কেটির নির্দেশে প্রমোদতরীটি নিকটবর্তী একটি ছোট নৌকার আড়ালে সরিয়ে নেওয়া হয়—সম্ভবত লোকচক্ষুর আড়ালে ব্যক্তিগত সময় কাটানোর জন্যই এই পদক্ষেপ।
তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই। তবুও তাদের অন্তরঙ্গ মুহূর্তের এই ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

অনেকেই মনে করছেন, কানাডার সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর এমন ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে আসা তার ভাবমূর্তিকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। অন্যদিকে, কেটি পেরির ভক্তরা এখন কৌতূহলী—এই নতুন সম্পর্কের গুঞ্জন কি সত্যিই বাস্তবে রূপ নিচ্ছে, নাকি এটি নিছকই বন্ধুত্বের গল্প?

One thought on “প্রমোদতরীতে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি