সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ঐতিহাসিক শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে গিয়ে নতুন এক বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মসজিদে জুতা পরে হাঁটার একটি ভিডিও প্রকাশ হতেই সামাজিকমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে মসজিদ পরিদর্শনের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন সোনাক্ষী। সাদা পোশাক ও মাথায় ওড়না পরা অবস্থায় পবিত্র মসজিদের সৌন্দর্যে মুগ্ধ অভিনেত্রী লিখেছিলেন, “আবুধাবিতেই পেলাম কিছুটা সুকুন।”
প্রথমে ছবিগুলো দেখে অনেকেই প্রশংসা করলেও, অল্প সময়ের মধ্যেই মন্তব্যের ঘরে শুরু হয় কটাক্ষের ঝড়। অনেকেই অভিযোগ তোলেন, “মসজিদের ভেতর জুতা পরে কীভাবে ঢুকলেন সোনাক্ষী?” কেউ কেউ ধর্মীয় শিষ্টাচার না জানার জন্য অভিনেত্রীকে তীব্র সমালোচনাও করেন। অবশেষে সমালোচনার জবাব দিয়েছেন সোনাক্ষী নিজেই।
এক মন্তব্যের উত্তরে তিনি লিখেছেন:
“জুতা পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। হয়ে গেছে ট্রল করা? এবার আপনার জীবনে এগিয়ে যান।” তার এই স্পষ্ট জবাবের পর অনেক ভক্তই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, “মানুষকে ট্রল করা বন্ধ করুন। ধর্ম নিয়ে ঘৃণা নয়, শান্তি ছড়ান।” এর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও আবুধাবি ট্যুরিজমের প্রচারণায় হিজাব পরে একই মসজিদে প্রবেশ করেছিলেন। তখন তাকেও একই ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। এবার সেই প্রসঙ্গ টেনে অনেকেই বলছেন, “দীপিকা হলে প্রশংসা, সোনাক্ষী হলে বিতর্ক—এ কেমন দ্বিচারিতা?”
উল্লেখ্য, সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল সম্প্রতি বিয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন। তাদের আন্তঃধর্মীয় বিয়ে নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি। তবে সোনাক্ষী সবসময়ই বলেন, “ধর্ম কখনো আমাদের সম্পর্কের বাধা হয়নি। আমরা একে অপরের পরিবার ও প্রথাকে শ্রদ্ধা করি।” শান্তি খুঁজতে মসজিদে গিয়েছিলেন সোনাক্ষী, কিন্তু অনলাইনে শুরু হওয়া এই তর্ক-বিতর্ক যেন সেই শান্তিকে খানিকটা ব্যাহতই করল।
One thought on “মসজিদে জুতা পরে হাঁটার ভিডিও ভাইরাল, বিতর্কে সোনাক্ষী সিনহা”
https://shorturl.fm/tSqO2