
আন্তর্জাতিক ডেস্ক
সীমান্তে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর আফগানিস্তানের সঙ্গে সব প্রধান সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিতে গুলি চালানোর পর এই সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সপ্তাহের শুরুতে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবেই আফগান সেনারা পাল্টা আক্রমণ চালায়। ওই হামলায় আফগান সীমান্তে বেশ কয়েকটি পাকিস্তানি পোস্ট লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়।

এর জবাবে পাকিস্তানি বাহিনীও ভারী গোলাবর্ষণ ও পাল্টা গুলি চালায় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। তাদের দাবি, পাকিস্তানের পাল্টা হামলায় আফগান সীমান্তের অন্তত কয়েকটি পোস্ট ধ্বংস হয়েছে।
রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পাকিস্তানের কুররম সীমান্ত এলাকায় বিচ্ছিন্নভাবে গুলি চলার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের বরাতে এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্তপথ তোরখাম ও চামান ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খান—এই তিনটি ছোট সীমান্তপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কাবুল এখনো সীমান্ত বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, তাদের সামরিক অভিযান মধ্যরাতেই শেষ হয়েছে। তবে পরদিন তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন,
“আফগানিস্তানের কোনো অংশে এখন কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।” স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে—আফগান তালেবান প্রশাসন পাকিস্তানবিরোধী জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয় দিচ্ছে। যদিও কাবুল সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার লক্ষ্য ছিল টিটিপির এক শীর্ষ নেতাকে হত্যা করা, এমন দাবি করেছেন এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা। তবে ওই নেতা নিহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। টিটিপি পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামপন্থি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। এই গোষ্ঠীর সঙ্গে আফগান তালেবানদের সম্পর্কও ঘনিষ্ঠ বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক বিশ্লেষণ সংস্থা।
https://shorturl.fm/xdsGk