সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ৯ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ ইব্রাহিম হোসেন

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট সংলগ্ন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ৯ তলা নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও অতিথিবৃন্দ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির প্রিন্সিপাল ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ এবং সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল ব্রাদার বিকাশ ভিক্টর ডি রোজারিও।

এসময় উপস্থিত ছিলেন—

  • ব্রাদার জেমস রিপন গমেজ, প্রাদেশিক, সেন্ট যোসেফ প্রদেশ বাংলাদেশ ও এসএমসির চেয়ারম্যান
  • ফাদার কাজল যোয়াকিম পিউরিফিকেশন, সেন্ট খ্রিস্টান চার্চের ধর্মযাজক
  • শেখ সাবাব আহমেদ, সেন্ট যোসেফ স্কুল ফাউন্ডেশনের প্রাক্তন শিক্ষার্থী
  • মি. সাউদ আনাম, ব্যবস্থাপনা পরিচালক, একেএসআইডি কর্পোরেশন লিমিটেড
  • মোঃ মোকলেছুর রহমান (লিটন মাস্টার), মালিক, লিটন মাষ্টার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স
    এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
    বক্তব্যে ইতিহাস ও অনুপ্রেরণা
    ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বক্তব্যে প্রিন্সিপাল ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ বলেন,

“আজ একটি ঐতিহাসিক দিন। আমরা সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের নতুন অধ্যায়ের সূচনা করছি। ১৯৫৪ সালে ব্রাদার জুড কাস্টেলো স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন পুরনো ঢাকায় একটি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান হিসেবে। ১৯৬৪ সালে এটি বর্তমান স্থানে স্থানান্তরিত হয় এবং ১৯৭৩ সাল পর্যন্ত কেমব্রিজ পরীক্ষার মাধ্যমে শিক্ষাদান চলেছে। মুক্তিযুদ্ধের পর এটি বাংলা মাধ্যমে রূপান্তরিত হয়।”

তিনি আরও বলেন,
“ব্রাদার রুবি থিওডোর পিউরিফিকেশন সিএসসি ছিলেন সেই স্বপ্নদ্রষ্টা, যিনি ইংরেজি মাধ্যম শিক্ষা পুনরায় চালুর উদ্যোগ নেন। তাঁর স্বপ্ন ও প্রচেষ্টার ধারাবাহিকতায় আজ আমরা এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি।”

মানসম্মত নির্মাণে গুরুত্ব
অনুষ্ঠানে ব্রাদার চন্দন বেনেডিক্ট গমেজ বলেন, “এই ভবন নির্মাণে টেকসই ও মানসম্মত স্থাপনার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। আমরা চাই শিক্ষার্থীদের জন্য এমন একটি আধুনিক ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে, যা আগামী প্রজন্মের মানসম্মত শিক্ষার ভিত্তি হয়ে থাকবে।”

পরিশেষে
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।

4 thoughts on “সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ৯ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামযের সময়সূচি