
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে ধানমন্ডি আইডিয়াল কলেজের চার থেকে পাঁচজন শিক্ষার্থী।
এ ঘটনার পরপরই দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তার স্বার্থে দোকানপাট বন্ধ করে দেন। তবে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা জানান, “সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।” ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।