
মোঃ সুমন আহম্মেদ
মানিকগঞ্জে স্বরলিপি সংগীত নিকেতনের আয়োজনে লালন স্বরণোৎসব ২০২৫ পালিত হয়। আজ শনিবার ১৮ই অক্টোবর ২০২৫ ইং সন্ধ্যা ৭:০০ টায় মানিকগঞ্জ শহরে কালিবাড়ি ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীদের উদ্যোগে মহাত্মা লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীদের নিয়ে লালন সংগীতের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন। সেই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন সহ সঙ্গীত নিকেতনের গুণী শিল্পী বৃন্দ। অনুষ্ঠানে লালনের স্বরণোৎসবে গান পরিবেশন করেন বিশিষ্ট বিটিভি সংগীত শিল্পী নাছরিন আহমেদ, শাহ সেলিম, ছবি, মুক্তা, নিকুঞ্জ মিএ, বেলাবেগম, মিম বাউল, ফারজানা নিপা, ইতি, সাইদা রহমান, আবু হাসান, বছির মাস্টার, আরো অনেকে, তবলায় প্রতুল রায়, শ্যামল কর্মকার সুজন, মিদুল সরকার এড বজলু, দুতারা তসলিম মিয়া, লিটন মিয়া, সিবেন, পরিচালনায় ছিলেন কামাল আহমেদ কমল।