“ইন্দোরে বাইক আরোহীর অশালীন আচরণ, অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটারের অভিযোগে গ্রেপ্তার আকিল খান”
স্পোর্টস ডেস্ক
ভারতে অনুষ্ঠিত নারী ক্রিকেট বিশ্বকাপ খেলতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে, যেখানে এক বাইক আরোহী দীর্ঘক্ষণ তাদের অনুসরণ করার পর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম আকিল খান, যাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে ইন্দোর পুলিশ।
জানা গেছে, ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায়, ইন্দোরের খাজরানা রোড এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন ওই দুই অস্ট্রেলীয় ক্রিকেটার। তারা হোটেল থেকে বের হওয়ার পরপরই একটি মোটরসাইকেল তাদের পিছু নেয়। পাশের একটি ক্যাফের কাছে পৌঁছালে বাইক আরোহী হঠাৎ তাদের কাছে এসে অশালীন আচরণ ও শরীর স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। চরম ভীত হয়ে ক্রিকেটাররা তাৎক্ষণিকভাবে হোটেলে বার্তা পাঠান। ঘটনাটি জানার পর দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন।

পরে ঘটনাস্থলে যান ইন্দোরের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) হিমানি মিশ্র, যিনি দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলে তাদের জবানবন্দি নেন। দুজনের অভিযোগের ভিত্তিতে এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৮ ধারায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের মধ্যে একজন প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য থেকে অভিযুক্তের বাইক নম্বর সংগ্রহ করা হয়, যার সূত্র ধরে শেষ পর্যন্ত আকিল খানকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এ ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে অস্ট্রেলিয়ান দলের অবস্থানস্থলে। ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) জানায়, তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায়।