মোঃ তারিকুল ইসলাম তুহিন
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল পুলিশ সুপারের নির্দেশনায় নিরলসভাবে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন, ভুলবশত প্রেরিত টাকা এবং সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন অভিযোগে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশংসা কুড়াচ্ছে এই ইউনিটটি। মাগুরার সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম তুহিন এর তথ্য ও ভিডিওচিত্রে জানা যায়, গত সেপ্টেম্বর ২০২৫ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা অসংখ্য সফলতা অর্জন করেছে।

সেপ্টেম্বর মাসের সাফল্য এক নজরেঃ প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ২২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ভুলবশত অন্য নম্বরে প্রেরিত নগদ/বিকাশে মোট ৩৯,৫৬১ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়া হয়েছে। হ্যাক হওয়া ৪টি ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। ৮ জন ভিকটিমকে উদ্ধারে ও সহায়তায় কার্যকর ভূমিকা রেখেছে সেলটি।
অভিযোগ তদন্ত ও সহযোগিতাঃ এছাড়াও জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও বিভিন্ন সাইবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আসামি গ্রেপ্তার এবং ভিকটিম উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা।
জনগণের প্রশংসায় ভূষিতঃ সাইবার অপরাধ প্রতিরোধে সেলটির এ ধারাবাহিক সাফল্যে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, “আগে এমন ঘটনায় অসহায় বোধ করলেও এখন পুলিশের সাইবার টিমের দ্রুত পদক্ষেপে তারা ন্যায্য সহায়তা পাচ্ছেন।”

উদ্দেশ্য ও অঙ্গীকারঃ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা জানায় — “আমাদের লক্ষ্য হচ্ছে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষকে সাইবার অপরাধ থেকে রক্ষা করা এবং তাদের প্রাপ্য সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া।”
সমাপ্তিঃ পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে সংশ্লিষ্টরা।
https://shorturl.fm/YVp59