প্রার্থিতা নিশ্চিত না হলেও উদ্যাপন শুরু, রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা
মো. সোহেল গাজী
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে বিএনপির মনোনয়ন চূড়ান্তের আগেই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে। এখনো আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হলেও স্থানীয় বিএনপির একটি অংশ আগেভাগেই উদ্যাপন শুরু করায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব জোমাদ্দার।
আগাম উদ্যাপনে মিষ্টি বিতরণ ও শ্লোগান
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে শ্লোগান দেন—

“মনির ভাই জয় হোক”, “বাউফলের আগামী এমপি মনির ভাই” ইত্যাদি। পরে স্থানীয় বাজারে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় মাহবুব জোমাদ্দার বলেন, “তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন নিয়ে সাক্ষাৎকার নিয়েছেন। আমরা জেনেছি, বাউফলের সব মনোনয়নপ্রত্যাশীর মধ্যে জনাব মনির হোসেন ভাইকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তাই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি।এখন থেকে ইউনিয়ন পর্যায়ে তার পক্ষে প্রচারণা চালানো হবে।” তবে এ বিষয়ে মাহবুব জোমাদ্দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মনির হোসেনের প্রতিক্রিয়া
কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ মনির হোসেন বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। কেউ আমার সঙ্গে কথা বলেনি। শুনেছি, বাউফলে কেউ মিষ্টি বিতরণ করেছে ও মিছিল করেছে—এটা ঠিক হয়নি। দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তারা দলের পক্ষে কাজ করতে পারেন, কিন্তু মনোনয়ন নিয়ে এমন প্রচারণা অনুচিত। বিষয়টি সংগঠন খতিয়ে দেখবে।”
দলীয় নেতাদের প্রতিক্রিয়া
বাউফল উপজেলা বিএনপির একাধিক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “এখনো দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। স্থানীয় পর্যায়ে কিছু নেতা আগেভাগেই নিজেদের প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।”
সূর্য্যমনি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হাওলাদার বলেন, “দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মনোনয়ন নিশ্চিত হলে সেটি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে। তার আগে এমন আয়োজন করা দলের শৃঙ্খলাবিরোধী কাজ বলে আমি মনে করি।”রাজনৈতিক বিশ্লেষণ
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাউফলে বিএনপির বিভিন্ন গ্রুপে মনোনয়ন নিয়ে তৎপরতা ও প্রতিযোগিতা বেড়েছে। এর মধ্যেই আগাম প্রচারণা ও আনন্দ মিছিল দলীয় অভ্যন্তরীণ বিভাজন আরও বাড়াতে পারে, এমন আশঙ্কা দেখা দিয়েছে।
https://shorturl.fm/d6yjF