এইচ. এম. আমজাদ হোসেন মোল্লা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২০২৫ স্টাফ কল্যাণ মাস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারের আয়োজনে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেল সুপারের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা কানিজ ছালেহা, এবং নারায়ণগঞ্জ জেলার কারা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস মিঞা।
প্রধান অতিথি মোহাম্মদ ফোরকান ওয়াহিদ কারারক্ষী পরিবারের এক মেধাবী ছাত্র, যিনি জিপিএ-৫ অর্জন করেছে, তার হাতে শিক্ষা সম্মাননা পুরস্কার তুলে দেন। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কারারক্ষী পরিবারের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা আনন্দঘন পরিবেশে অংশ নেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মোঃ রাহাত ইসলাম।