খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সৃজনশীল প্রজন্ম
মোঃ হাসান আলী
সখীপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছোট পাথারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বিনোদন ও মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত একটি মিনি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এক সরল অথচ আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্কটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া, ৩নং গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।
ইউএনও আব্দুল্লাহ আল রনী বলেন,
“শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে মানসিকভাবে বিকশিত হয়। এমন উদ্যোগ তাদের সৃজনশীলতা ও সামাজিক দক্ষতা বাড়াতে সাহায্য করবে।”
তিনি আরও যোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে শিশুদের জন্য এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে তারা নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে।
অনুষ্ঠান শেষে অতিথিরা পার্কটি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় আনন্দঘন মুহূর্ত কাটান। নতুন এই মিনি পার্কে শিশুদের জন্য দোলনা, স্লাইড, দড়ি-বাহিত খেলার সরঞ্জামসহ বিভিন্ন রাইড স্থাপন করা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে।
স্থানীয় অভিভাবকরা জানান, বিদ্যালয়ের ভেতরে এমন একটি মিনি পার্ক নির্মাণের ফলে শিশুদের স্কুলে আসার আগ্রহ আরও বেড়ে যাবে।
এমন উদ্যোগে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটেছে—যা সমাজে ইতিবাচক পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে।