বিষক্রিয়ায় তিনজনের মৃত্যুতে ইস্তাম্বুলের হোটেল খালি করা হয় আজ

আর্ন্তজাতিক ডেস্ক

সন্দেহজনক বিষক্রিয়ায় তুর্কি–জার্মান এক পরিবারের মা ও দুই শিশুর মৃত্যুর পর ইস্তাম্বুলের ফাতিহ এলাকায় অবস্থিত একটি হোটেল শনিবার জরুরি ভিত্তিতে খালি করে দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ায় হোটেলের সব অতিথিকে অন্য হোটেলে স্থানান্তর করা হয়, যদিও মোট কতজন অতিথি ছিলেন তা প্রকাশ করা হয়নি। এএফপি জানিয়েছে, একই হোটেলে থাকা আরও দুই পর্যটক বমি ও বমিভাব অনুভব করলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

গত বুধবার ওই তুর্কি–জার্মান পরিবারটি অসুস্থ হয়ে পড়ে। তার আগে বসফরাস সেতুর পাদদেশে অবস্থিত ওরতাকয় এলাকায় জনপ্রিয় কয়েকটি স্ট্রিটফুড খেয়েছিলেন তারা। অসুস্থ হওয়ার পর চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ছয় ও তিন বছর বয়সী দুই শিশু বৃহস্পতিবার মারা যায়, এবং বিচারমন্ত্রীর দেওয়া তথ্যমতে, তাদের মা পরদিন মৃত্যুবরণ করেন। শিশু দুটির বাবা এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

পরিবারটি কী ধরনের খাবার খেয়েছিল, তা নিয়ে গণমাধ্যমগুলো ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। এর মধ্যে হুরিয়েত অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা জানতে পেরেছেন, হোটেলের নিচতলার একটি কক্ষে সম্প্রতি কীটনাশক স্প্রে করা হয়েছিল এবং বিষক্রিয়ার সূত্রপাত ওই জায়গা থেকেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হোটেলের একজন কর্মী ও দুই পেস্ট কন্ট্রোল কর্মীসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ।

পরিবারটি তুরস্কের হলেও স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করত। অবসর কাটাতে তারা সম্প্রতি ইস্তাম্বুলে আসে। মর্মান্তিক এই ঘটনার পর তুরস্কে হোটেল নিরাপত্তা, কীটনাশক ব্যবস্থাপনা এবং পর্যটকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *