ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিক ছাঁটাই ট্রাম্প প্রশাসনে

আর্ন্তজাতিক ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ভয়েস অব আমেরিকা (ভিওএ) থেকে প্রায় ৫০০ কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। প্রশাসনের দাবি, এটি সংস্থার কাঠামো ছোট করা, ব্যয় কমানো এবং কার্যকারিতা বাড়ানোর অংশ। সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউস ভিওএকে বারবার “উগ্রপন্থি” আখ্যা দিয়ে সমালোচনা করে আসছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্ত সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রমকে বড়ভাবে প্রভাবিত করতে পারে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার প্রতিক্রিয়া হিসেবে জন্ম নেওয়া ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম, যা ৫০টিরও বেশি ভাষায় সংবাদ সম্প্রচার করে। ভিওএর পরিচালনা সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)-এর ভারপ্রাপ্ত প্রধান কারি লেক জানান, ছাঁটাইয়ের সিদ্ধান্তে মোট ৫৩২টি পদ বাতিল করা হবে, যার মধ্যে বেশিরভাগই ভিওএর। পদ কমে গেলে সংস্থার আমলাতন্ত্র হ্রাস পাবে এবং করদাতাদের অর্থ সাশ্রয় হবে বলে তিনি মনে করেন। ছাঁটাই কার্যকর হলে মাত্র ১০৮ জন কর্মী সেখানে থাকবেন।

তবে কর্মচারীদের ইউনিয়ন এই উদ্যোগকে বেআইনি বলে দাবি করেছে। নিউইয়র্ক টাইমসকে তারা জানায়, প্রশাসন নিয়ম অনুসরণ করেনি এবং এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে বড় পদক্ষেপ। এর আগে জুনে ৬৩৯ কর্মী ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হলেও ত্রুটির কারণে তা বাতিল হয় এবং কিছু কর্মী আদালতে যান। সাম্প্রতিক আদালতের এক রায়ে বলা হয় ভিওএর পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করতে গিয়ে প্রশাসন যথাযথ প্রক্রিয়া মানেনি। সেই রায়ের পরই নতুন ছাঁটাই ঘোষণা আসে এবং কারি লেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

ভিওএ কর্মীদের অভিযোগ, সংস্থাকে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। তাদের ধারণা, আদালতে জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে আরও স্পষ্টতা আসবে। অনেক কর্মী মার্চ থেকে প্রশাসনিক ছুটিতে থাকলেও ইসরায়েল-ইরান যুদ্ধ শুরুর পর ফারসি ভাষা বিভাগের কিছু সাংবাদিককে ফিরিয়ে আনা হয়। কিউবা সম্প্রচার বিভাগে ছাঁটাই কার্যকর হবে না।

সমালোচকদের মতে, ভয়েস অব আমেরিকায় এ ধরনের বড় ধরনের ছাঁটাই শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতাকেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কূটনৈতিক প্রভাবও কমিয়ে দেবে। ট্রাম্প প্রশাসন বরাবরই ভিওএকে তাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে এসেছে, আর বর্তমান সিদ্ধান্ত সেই সম্পর্ক আরও তীব্র করবে বলেও অনেকের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *