অপরাধ প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করতে হবে : কৃষ্ণা দেবনাথ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেছেন, সাইবার অপরাধ প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করতে হবে এবং তা নিয়মিত হালনাগাদ করতে হবে। পাশাপাশি, প্রযুক্তি বিষয়ে সমাজকে শিক্ষিত করতে হবে। 

তিনি আরো বলেন, বয়স্কদের জন্য সহজ অ্যাপ তৈরি করতে হবে। ভুক্তভোগীদের জন্য কাউন্সেলিং, আইনি সহায়তা ও পরিষেবা বৃদ্ধি করতে হবে। ভুক্তভোগী নারীদের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। প্রান্তজনের প্রতি সাইবার সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরিতে আলোচনা অব্যাহত রাখতে হবে।  

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আজ বুধবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন’ প্রতিপাদ্যে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা : প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণা দেবনাথ এসব কথা বলেন। 

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি), সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মনিরুজ্জামান। 

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু এবং অর্থ সম্পাদক ও ভারপ্রাপ্ত তথ্যপ্রযুক্তি সম্পাদক দিল আফরোজ বেগম।

এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার মোসা. ফারহানা ইয়াসমিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. অমিত দাশ গুপ্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নুজহাত-ই-রহমান, দৈনিক সমকালের রিপোর্টার দ্রোহী তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। 

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যপ্রযুক্তি উপ-পরিষদের সদস্য এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ।

সভায় ব্র্যাক, ঢাকা ওয়াইডব্লিউসিএ, আর্টিকেল নাইনটিন, ব্লাষ্ট-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, সম্পাদকমণ্ডলী, কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রায় ১২০ জন উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *