রেড সি চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই

বিনোদন ডেস্ক

সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’। বিশ্ব সিনেমার তারকায় ভরা এই উৎসবের লালগালিচায় এবার বলিউডের প্রতিনিধি হিসেবে বিশেষভাবে নজর কেড়েছেন ঐশ্বরিয়া রাই। হলিউড তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার প্রাণখোলা আলাপ, হাসিমুখে তোলা ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় উৎসবের পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদ ও পরিচালক মোহাম্মদ আল-তুর্কি অতিথিদের স্বাগত জানান। হলিউড তারকা জেসিকা অ্যালবা এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’খ্যাত ডাকোটা জনসনের সঙ্গে ঐশ্বরিয়ার সৌহার্দ্যপূর্ণ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত এই তিন তারকার মিলনকে আখ্যা দিয়েছেন “অপ্রত্যাশিত কিন্তু দারুণ এক মেলবন্ধন”

রেড কার্পেটে ঐশ্বরিয়া—আভিজাত্যের ঝলক

উৎসবের প্রথম দিনেই ঐশ্বরিয়া রাই তার উপস্থিতিতে পুরো রেড কার্পেট মাতিয়ে দেন।
তিনি ছিলেন সাদা-কালো রঙের ব্লেজার স্টাইল পোশাকে, যার সোনালী কারুকাজ তাকে করে তুলেছিল আরও মনোমুগ্ধকর।
পরে অন্য এক লুকে তিনি হাজির হন ডলচে অ্যান্ড গাবানা-র কালো সিল্ক গাউনে। পান্না জড়ানো নেকলেস ও তার স্বাক্ষর স্মোকি আই মেকআপ তাকে আরও উজ্জ্বল করে তোলে। ফ্যাশন বিশ্লেষক ও ভক্তরা তার লুক দুটিকেই উচ্চ প্রশংসা করেছেন।

আন্তর্জাতিক তারকাদের মিলনমেলা

মাত্র পাঁচ বছরে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফিল্ম ইভেন্টে পরিণত হয়েছে। এবারের উৎসবে উপস্থিত ছিলেন অসংখ্য কিংবদন্তি—

  • ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ,
  • ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইন,
    সহ আরও অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয় উদ্বোধনী দিনের অনুষ্ঠানে।

বলিউডের আরও উপস্থিতি

বলিউড থেকে ঐশ্বরিয়ার পাশাপাশি উৎসবে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। শুক্রবার তার একটি বিশেষ সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *